রামানুজ দাস গোস্বামী ভবন
ঠিক কত সালে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল জানা যায় নি। লোক মুখে যে টুকু জানা গেলঃ তা হল আনুমানিক বৃটিশ শাসনের পর খালিয়াজুরী পরগনার অধীন খালিয়াজুরী গ্রামের জমিদার উরিষ্যা প্রদেশের হিন্দু ধর্মের র্তীথ স্থানের পুরীর মোহন্ত মহা রাজ শ্রী রামানুজ দাস গোস্বামীর কাছে মৃগা মৌজার এই স্থানটি দান করেন। এইস্থানে মহারাজ শ্রী শ্রী জগন্নাথ মন্দির স্থাপন করেন। মৃগা মৌজার খাজনা আদায় করতেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস